জালিয়াতি বন্ধ আসছে ই পাসপোর্ট । ই পাসপোর্ট হলো একটি বায়োমেট্টিক পাসপোর্ট যাতে একটি এনভবডেড ইলেকট্টনিক মাইক্রোপ্রসেসর চিপ রয়েছে। ইলেকট্টনিক মাইক্রোপ্রসেসর চিপ রয়েছে বায়োমেট্টিক তথ্য যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা হয় ।এতে মাইক্রোপ্রসেসর চিপ (কম্পিউটার চিপ) এবং অ্যান্টেনাসহ স্মার্ট কাড প্রযুক্তির ব্যবহার রয়েছে। পাসপোর্টের গুরুত্বপূ্ণ তথ্য চিপে সংরক্ষণ করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস